ফরিদপুরের নগরকান্দা সদর দুধ বাজার ঘর এখন চা’দোকান ও কেরাম বোর্ড এর আসর জমে উঠেছে।
উপজেলা সদর নগরকান্দা বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজারে দোকান ঘর ও বাজারের গলিতে বাহিরে কাচা বাজারের ভ্রাম্যমাণ দোকানে ভরা।ক্রেতাদের ভিড় সবসময় লেগেই থাকে। বাজারে অলিগলিতে জায়গা সরু হওয়ায় দোকানী সহ ক্রেতাদের কেনাকাটা করতে অসুবিধা হয়।বাজারের সুবিধার্থে দুধ বাজার ঘর আলাদা করে বড়সড় করে নির্মাণ করে।কয়েক বছর ধরে দুধ বাজার ঘর দখল নিয়ে চা’ দোকান ও কেরাম বোড বসিয়ে খেলার আসর করায় দুধ বিক্রেতাদের অসুবিধা হচ্ছে। বৃষ্টির দিনে বেশি অসুবিধায় পড়তে হয় দুধ বিক্রেতা ও ক্রেতাদের। দুধ বাজার ঘর দখল নিয়ে চলছে দিন রাত চা’ বেচা ও কেরাম বোড বসিয়ে চলছে খেলার আসর।ব্যয়বহুল দুটি ঘর কোন কাজে আসচ্ছেনা বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের।বাজার কমিটির সভাপতি দুলু মিয়া বলেন কেরাম বোড বসিয়ে খেলার আসর সারাদিন চলায় দেখতে খুব খারাপ লাগে।এবিষয় ইউএনও স্যার কে জানাব।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com