নেত্রকোণা জেলার দুর্গাপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী আলহাজ্ব মাওলানা আব্দুস ছালাম বে-সরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
(১২ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ৯টি কেন্দ্রে ৭৬টি বুথে ইভিএমে ভোটগ্রহণ হয়। পরে সন্ধ্যায় জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার আব্দুল লতিফ শেখ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোট তিন প্রার্থী। বিজয়ী নৌকা প্রতীকে আলহাজ্ব মাওলানা আব্দুস ছালাম পেয়েছেন ৬,২৯২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি (স্বতন্ত্র) নারিকেল গাছ প্রতীকে শুভেন্দু সরকার পিন্টু পেয়েছেন ২,৭৫৭ ভোট। ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাতপাখা প্রতীকে মো.আব্দুল মান্নান পেয়েছেন ১,১৪২ ভোট।
এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০,৭৮১। তার মধ্যে পুরুষ ভোটার ১০,০৬৬ ও মহিলা ভোটার ১০,৭১৫ জন। । এর মধ্যে পুরুষ মহিলাসহ ১০,১৯১ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, গত ২০২২ সালের ১৯ অক্টোবর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন পৌরসভার মেয়র আলা উদ্দিন। তার মৃত্যুতে মেয়র পদ ফাঁকা হয়ে গেলে আজ এই পৌরসভায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com