ফরিদপুরের নগরকান্দায় গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানা পুলিশ দুইশত পিস ইয়াবা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ।
পুলিশ জানায়, বুধবার রাতে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ মিরাজ হোসেন এর দিক নির্দেশনায় এস আই মোঃ নাজমুল ইসলাম , এএসআই আজিজুল ইসলাম, অভিযান পরিচালনা করে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীঙ্গাল নামক স্হান থেকে দুইশত পিস ইয়াবা সহ আসামী ১। মঞ্জুর আলম (৪১) পিতাঃ গোলাম রহমান, সাং হালি শহর চট্টগ্রাম, ২। আবু মুজা, পিতা আব্দুল হাকিম, সাং গাংটিয়ারা, থানাঃ দেবিদার, জেলাঃ কুমিল্লা কে গ্রেফতার করে।
এ বিষয় এস আই নাজমুল ইসলাম বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নগরকান্দা থানায় মামলা দায়ের করে। মামলা টি এস আই আনোয়ার হোসেন তদন্ত করবেন।
থানা সূত্রে জানা যায় আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
আসমীদের পুলিশ স্কটের মাধ্যমে ফরিদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসাবে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং এ অভিযান অব্যাহত থাকবে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com