ঝালকাঠির কাঠালিয়া উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের পীর খান জাহান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহজাহান হাওলাদার (৪০) হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত (ফাঁসির) প্রধান আসামী মো. সরোয়ার হোসেন (৪০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ শনিবার ভোর রাতে ঢাকার খিলগাঁও এলাকা থেকে কাঠালিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সরোয়ার হোসেন উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামের জয়নাল মাষ্টারের ছেলে।
উল্লেখ্য, গত বছরের ২৯ মার্চ ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাসুদুর রহমান হত্যা মামলার তিন আসামিকে মৃত্যুদন্ড প্রদান ও সেই সাথে প্রত্যেককে বিশ হাজার টাকা জরিমানা করেন। এ মামলার অন্য দন্ডপ্রাপ্ত ফাঁসির আসামিরা হলেন, কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামের মো. জয়নাল জমাদ্দারের ছেলে মো. সালাম জমাদ্দার (৫০) ও মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে আবদুল লতিফ হাওলাদার (৬০)। রায় ঘোষণার পর ওই দিনই মো. সালাম জমাদ্দার ও আবদুল লতিফ হাওলাদারকে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং অপর আসামী মো. সরোয়ার হোসেন দীর্ঘদিন পলাতক ছিলেন।মামলার নথি ও আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামের পীর খান জাহান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন শাহজাহান হাওলাদার। তাঁর সাথে জমিজমা ও বিদ্যালয়ের কমিটির নির্বাচন নিয়ে পূর্বের দ্ব›দ্ব ছিলো ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিদের সাথে। ওই দ্ব›েদ্বর জেরে ২০০৭ সালের ১৭ মার্চ রাত পৌনে ১০টার দিকে দক্ষিণ চেঁচরী বাজার থেকে বাড়ি ফেরার পথে আসামিরা গুলি করে ও কুপিয়ে হত্যা করে স্কুল শিক্ষক শাহজাহান হাওলাদারকে। নিহত শাহজাহান হাওলাদার দক্ষিণ চেঁচরী গ্রামের মৃত রহিমুদ্দিন হাওলাদারের ছেলে।
কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মো. সরোয়ার হোসেন কে ঢাকার খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে এনে ঝালকাঠি আদালতে সোপর্দ করা হবে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com