পঞ্চগড়ে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন।
সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামাণিক, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার সাফফাত বিন শাহ, টুনিরহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক, কামাতকুঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউদ্দিন, ইউপি সচিব খলিলুর রহমান মামুন প্রমুখ।
ইউপি চেয়ারম্যান তোফায়েল প্রধান বলেন, ‘প্রতি বছরই সংবর্ধনা ও পুরস্কার প্রদানের আয়োজন করি। কারণ, এতে শিক্ষার্থীরা ভালো ফলাফলে উৎসাহ পায়।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামাণিক বলেন, ‘ইউপি চেয়ারম্যানের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সারা দেশের সকল ইউপি চেয়ারম্যানের এমন আয়োজন করা উচিত।’
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com