নীলফামারীর ডিমলায় বিষপানে রশিদুল ইসলাম (৩৫) নামে এক সৌদি প্রবাসী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার(১৭জানুয়ারি) রাত ১০ টায় তার মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার শুটিবাড়ি এলাকায় মামা আব্দুল গফুরের বাড়িতে বিষপান করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
রশিদুল উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের চারঘড়ি এলাকার হাসমত আলীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার নাউতারা এলাকার আনিসুর ইসলামের মেয়ে রানী আক্তারকে ১৬ বছর আগে বিয়ে করেন রশিদুল। তাদের সংসারে এক ছেলে(১৩) ও এক মেয়ে(৮) আছে।
৬ বছর আগে রশিদুল সৌদি আরব চলে যান। স্ত্রী থাকেন বাবার বাড়িতে। এক মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর শ্বশুরবাড়িতে গেলেই স্ত্রী সটকে পড়তেন, তার সঙ্গে দেখা করতেন না। সেখান থেকে স্ত্রীকে নিজের কাছে নিয়ে আসতে চাইলে শ্বশুরবাড়ির লোকজন বাধা দেন। এ নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত রশিদুল মামার বাড়িতে এসে একটি ঘরে বিষপান করে।
এসব বিষয়ে জানতে চাইলে তার মামা আব্দুল গফুর বলেন, রশিদুল বিদেশ থেকে সব টাকা পয়সা তার স্ত্রী রানীর নামে পাঠিয়েছিল। দেশে ফিরে টাকার হিসেব চাইলে রানী তালবাহানা শুরু করে। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দুরত্ব সৃষ্টি হয়।
ডিমলা থানার তদন্ত কর্মকর্তা বিশ্বদেব রায় বলেন,
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com