খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সুমাইয়া আক্তার সেতু নামে ১৪ বছর বয়সী কিশোরীকে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক আসামি দুলাভাইকে আটক করেছে পুলিশ।
আটককৃত আসামির নাম মঞ্জুর আলী সাগর। আসামি এবং হত্যাকান্ডের শিকার কিশোরী সম্পর্কে শালী-দুলাভাই। বাকবিতন্ডার জেরে দুলাইভাইয়ের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কুপে ঘটনাস্থলেই মারা যান শালী সুমাইয়া আক্তার সেতু। আজ বুধবার সকালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. নাইমুল হক।
এর আগে গত ১৬ জানুয়ারি রাত সাড়ে ৭টার দিকে মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়া আমবাগান এলাকার নিজ ঘরে খুন হোন কিশোরীর সুমাইয়া আক্তার সেতু। ঘটনার সময় কিশোরী বাড়িতে একাই ছিলো বলে জানায় পুলিশ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com