জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) দুপুরে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পেইনের আয়োজন করে ভাওয়াল এসোসিয়েশন ডেভলপমেন্ট অর্গানাইজেশন।
দিনব্যাপী এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনের উদ্বোধন করেন বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল তারেক।
এসময় ফ্রি মেডিক্যাল সেবা প্রদান করেন ডা: এস এম মাহবুব উল আলম। দিনব্যাপী প্রায় এক হাজার বিভিন্ন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়।
এসময় বুড়াবুড়ি ইউনিয়নের এলাকাবাসি ও ইউপি সদস্যারা উপস্থিত ছিলেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com