ঝালকাঠির নলছিটিতে স্বাধীনতা দিবসে আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে ‘স্বাধীনতা’ শব্দের বানান ভুল থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। আয়োজক কর্তৃপক্ষের গাফিলতিকেই এ জন্য তারা দায়ী করেছেন।
রোববার (২৬ মার্চ) নলছিটি উপজেলা প্রশাসন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে ব্যানারে স্বাধীনতার বদলে ‘স্বাধীনত’ লেখা থাকলে বিষয়টি উপস্থিত সবার নজরে পড়ে। কর্তৃপক্ষের এ ধরনের উদাসিনতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত বিভিন্ন পেশার মানুষ।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাত আর নাহিদ বলেন, অনুষ্ঠানে পাঁচ-ছয়টি ব্যানার টাঙানো হয়। তার মধ্যে একটি ব্যানারেই ভুল ছাপা হয়েছে। যা পরে আমাদের চোখে পড়েছে। এটা খুবই দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com