‘করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশ উৎপাদন” এই প্রতিপাদ্য নিয়ে এবছর শুরু হতে যাচ্ছে “জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩” দেশের চলমান জাটকা রক্ষা কার্যক্রম অধিকতর বেগবান করার লক্ষ্যে আগামী পহেলা এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত “জাটকা সংরক্ষণ সপ্তাহ- ২০২৩” উদযাপন করা হবে। এবছর দেশের ২০ জেলার ২০ টি উপজেলাতে এ কর্মসুচী উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে মৎস্য অধিদপ্তর। এসকল ভেন্যুর মধ্যে ঝালকাঠি সদর উপজেলাও রয়েছে। সোমবার সকাল সারে ১১ টায় ঝালকাঠি কালেক্টরেট কার্যালয়ের সুগন্ধা সভাকক্ষে জেলা মৎস্য দপ্তর আয়োজিত এক সভায় এতথ্য গনমাধ্যমকে জানিয়েছেন ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। তিনি জানান, ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন উপলক্ষে ঝালকাঠি সদর উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্ক ফোর্স কমিটির সভা, প্রচার মাইকিং, আড়ৎ-বাজার-মাছ ঘাটে সচেতনতামূলক সভা ও ব্যানার লাগানো, লিফলেট বিতরণসহ অন্যান্য কার্যক্রম চলমান থাকবে। ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লতিফা জান্নাতী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকেকুন নাহার, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন, স্থানীয় মৎস্যজীবী এবং গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, সপ্তাহ চলাকালীন সময়ে জেলা মৎস্য কর্মকর্তা সকল কার্যক্রম মনিটরিং করা এবং অনুষ্ঠান সফল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন। এছাড়া সাত দিনই ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com