প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঝালকাঠিতে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় প্রেসক্লাব সামনে সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি আয়োজন করে জেলার বীর মুক্তিযোদ্ধারা ।
সমাবেশ বীর মুক্তিযোদ্ধা শহীদ ইমাম পাশার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু, চিত্ত রঞ্জন দত্ত, মনোয়ার হোসেন খান পান্নু ও জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল।
সমাবেশে বক্তারা বলেন, রাজশাহী জেলা বিএনপির আহŸায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ষড়যন্ত্রকারীদের বিচারের দাবি জানানো হয়। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। স্বাধীনতা বিরোধী চক্র ষড়যন্ত্রকারীরা তা বাধাগ্রস্ত করছে। মুক্তিযোদ্ধারা স্বাধীনতার স্বপক্ষের শক্তির দল আওয়ামী লীগের নেতৃত্বে সকল ষড়যন্ত্র প্রতিহত করবে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com