ঢাকাবৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজের শিক্ষার্থীদের রেকর্ডময় সাফল্য

ফরিদপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৩ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি  ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ৩য় পেশাগত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে বঙ্গবন্ধু মেডিকেল কলেজের  এফ ২৮  ব্যাচ অভাবনীয় সাফল্য অর্জন করেন। তাদের মধ্যে মাইক্রোবায়োলজিতে ১৭ জন ,প্যাথলজিতে ৩ জন এবং ফার্মাকোলজিতে ১জন শিক্ষার্থী  অনার্স নম্বর (৮৫%) পাওয়ার গৌরব অর্জন করেন ।  যা এ যাবৎ কালের ইতিহাসে ইঝগগঈ এর জন্য গৌরবময় একটি রেকর্ড।

এই গৌরব অর্জনের জন্য কলেজের  ২৮ তম ব্যাজের ছাত্র ছাত্রীদেরকে  কে অভিনন্দন জানান , বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা মো মোস্তাফিজুর রহমান , সার্জারি বিভাগের  বিভাগীয় প্রধান ও শিক্ষক সমিতির  সভাপতি অধ্যাপক ডা রতন কুমার সাহা ও  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের  উপাধ্যক্ষ অধ্যাপক ডা দিলরুবা জেবা ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা মো মোস্তাফিজুর রহমান জানান , মফঃস্বলের মেডিকেল কলেজের  বেসিকে রাজধানীর  মতো  শিক্ষক  নাই, বেসিক সাবজেক্টের  জনবল আমরা  তেমন পাই না, সবাই রাজধানী মুখী ,  ঢাকা  যেন সবার  কাছে এক  টুকরা    অতি  আরাধ্য  স্বর্গ  ভুমি। এই কঠিন বাস্তবতায়   কাউকে পদায়ন দিলেও  কয়েক  মাসের  ভিতরে  আবার  রাজধানীতে বদলি  নিয়ে  চলে  যায়। এই  বাস্তবতার   ভিতরেও  আমার  বি এস  এম  এম   সি  ফরিদপুরের এফ  ২৮  ব্যাচের অদম্য  ছাত্রছাত্রীরা  আমার  সাবজেক্ট   মাইক্রোবায়োলজিতে     ১৭  জন  অনার্স   নম্বর   পেয়ে  কলেজের  নাম ও ভাবমূর্তি  উজ্জ্বল  করেছে । আমি আমার সকল ছাত্র ছাত্রীদের এ সাফল্যের জন্য  অভিনন্দন জানাই ।

উল্লেখ্য, ২০ শে সেপ্টেম্বর ফলাফল প্রকাশের পরে  উৎসব মূখর পরিবেশে  ফুলেল শুভেচ্ছা বিনিময় ও শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানোর মাধ্যমে  উজ্জাপন করা হয় ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com