ঝালকাঠিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্্ গুল নিঝুম আলোচনা সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাজিয়া আফরোজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন। অন্যদের মধ্যে জেলার তথ্য অফিসার আহসান কবির ও টিআইবির এড়িয়া ম্যানেজার মিজানুর রহমান পৃথক পৃথকভাবে তথ্য অধিকার বিষয়ে মাল্টিমিডিয়ায় উপস্থাপনা করেন। এছাড়া কৃষি বিভাগের উপ-পরিচালক মনিরুল ইসলাম, পৌর প্যানেল মেয়র তরুন কর্মকার বক্তব্য রাখেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com