ফরিদপুর পৌর আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির নতুন আহবায়ক ও ৩ যুগ্ম আহবায়ককে পদায়ন করে নতুন কমিটি গঠনের প্রতিবাদ ও বাতিলের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুরে শহরের আলিপুরের গোল পুকুরড্রিমের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি ফরিদপুর প্রেসক্লাবে এসে শেষ হলে সেখানে সাংবাদিক সম্মেলন করেন তারা। সাংবাদিক সম্মেলনে প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিমেলের সভাপতিত্বে লিখিত বক্তব্য পেশ করেন পৌর আওয়ামীলীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু। এ সময় বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের সদস্যসচিব মনিরুজ্জামান মনির , ১৩ নং ওয়ার্ড পৌর আঃলীগের সভাপতি ডাক্তার ওহিদুর রহমান ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ২৪ সেপ্টেম্বর তারিখ রাতে হঠাৎ করেই কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ফরিদপুর পৌর আওয়ামীলীগের একটা আহবায়ক কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি আহ্বায়ক কমিটি থাকা অবস্থায় আরেকটা কমিটি সম্পূর্ণ অগঠণতান্ত্রিক।
চিঠিতে কেন্দ্রীয় আওয়ামীলীগের সিদ্ধান্ত মোতাবেক কমিটি গঠনের কথা থাকলে ও আমাদের জানা মতে গত কেন্দ্রীয় কমিটির সভায় /পৌর কমিটি বিষয় নিয়ে কোন আলোচনা হয়নি।
চিঠিতে বলা হয়েছে, যে আহবায়ক ও যুগ্ম আহ্বায়ক পদায়ন করা হইল। ফরিদপুর পৌর আওয়ামী লীগের আহবায়ককমিটি থাকা সত্ত্বেও নতুন করে আহবায়ক ও যুগ্ম আহ্বায়ক পদায়ন সম্পূর্ণ অসাংগঠনিক,যা আমাদের বিস্মিত করেছে। আমরা উক্ত কমিটি বাতিলের দাবি জানাই। এছাড়া এই কমিটি গঠন নিয়ে বক্তারা ফরিদপুরের ২ প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রহমান ও কাজী জাফর উল্লাহকে দায়ী করেন দায়ী । এছাড়া যে কমিটি অনুমোদন দেয়া হয়েছে এটাকে টাকার খেলার মাধ্যমে গঠন করা কমিটি আখ্যা দেয়া হয়েছে । ইতি পূর্বে ও এই দুই প্রেসিডিয়াম মেম্বারের বিরুদ্ধে এ ধরণের বাণিজ্যিক কমিটি গঠনের অভিযগ দিয়েছে । আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১৩ নং ওয়ার্ড পৌর আঃলীগের সভাপতি ডাক্তার ওহিদুর রহমান । এসময় উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের সদস্য জামাল উদ্দিন কানু সহ শহর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।