ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার বেড়েছে ৫০,৭৩২ টি। পুরুষ ভোটার যেমন বৃদ্ধি পেয়েছে সমান হারে নারী ভোটারের সংখ্যাও। সেইসাথে নতুন যুক্ত হয়েছে ৪ টি হিজরা ভোটার। এরইমধ্যে নির্বাচন তফসিল সংক্রান্ত গণ বিজ্ঞপ্তি জারি করেছেন রিটার্নিং কর্মকর্তা মাহবুবুল হক।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল হক জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈশ্বরগঞ্জ উপজেলায় ৩ লাখ ২১ হাজার ৯২৮ জন ভোটারের জন্য ৯২ টি কেন্দ্র এবং বুথ সংখ্যা (ভোট কক্ষ) ৭০৪ টি নির্ধারণ করা হয়েছে।
এবার ভোটারদের মধ্যে ১ লাখ ৬৫ হাজার ৬৮ জন পুরুষ ভোটার এবং ১ লাখ ৫৬ হাজার ৮৫৬ জন মহিলা ভোটার এবং হিজরা ভোটার ৪টি রয়েছে। একাদশ সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৭১ হাজার ১৯৬। তাদের জন্য ভোট কেন্দ্র ৮৮ টি এবং বুথ সংখ্যা ছিল ৪৯৫ টি। একাদশে পুরুষ ভোটার ছিল ১ লক্ষ ৩৮ হাজার ২১৮ এবং মহিলা ভোটার ছিল ১ লক্ষ ৩২ হাজার ৯৭৮টি। এ পরিসংখ্যান থেকে দেখা যায় দ্বাদশ সংসদ নির্বাচনে মোট ভোটার বেড়েছে ৫০ হাজার ৭২৮টি। তাদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা বেড়ে ২৬ হাজার ৮৫০ এবং মহিলা ভোটারের সংখ্যা বেড়েছে ২৩ হাজার ৮৭৮টি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল হক বলেন- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেহেতু ব্যালটের মাধ্যমে হবে সেহেতু কোন যান্ত্রিক ঝামেলা ছাড়াই নির্বাচন কমিশনের নির্দেশে স্বচ্ছভাবে আমরা ভোট গ্রহণ করতে প্রস্তুত রয়েছি। নির্বাচন কমিশনের নির্দেশনায় আমরা করণীয় নির্ধারণ করে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। সকলের সহযোগিতায় আমরা একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো আশা করি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com