ঝালকাঠির কাঠালিয়ায় শ্রী শ্রী হরি গুরুচাঁদ হরিগোসাই সেবাশ্রমে বারুনী উৎসব উপলক্ষে ২ দিন ব্যাপী মতুয়া মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল রোজ শুক্রবার এ অনুষ্ঠান শুরু হয়ে আজ রবিবার ১৪ এপ্রিল সকাল ১০টায় বনার্ঢ্য একটি র্যালীবের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আশ্রমে এসে শেষ প্রসাদ বিতরনের মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানের মধ্যে ছিলো, ঠাকুরের দল আগমনান্তে সমস্ত রাত্রি হরিনাম যজ্ঞানুষ্ঠান, শোভা যাত্রা, হরি সংগীত, হরি গুরুচাঁদের আর্বিভাব ও মতুয়া মতাদর্শের উপর আলোচনা, যাত্রাপালা ও ফ্রি মেডিকেল টিম। এ সম্মেলনে দেশ বিদেশী হাজার হাজার ভক্তবৃন্ধরা অংশ গ্রহন করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com