রাংগামাটির লংগদু উপজেলায় কওমী ওলামা পরিষদ কর্তৃক ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল ) বেলা ১১টায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরী হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লংগদু উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম এর সভাপতিত্বে কওমী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জুবাইদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংগদু সেনা জোনের উপ-অধিনায়ক মেজর আহমেদ ফারশাদ কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লংগদু থানার এসআই আল আমিন ইহসান ও কওমী ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা আমিনুর রশিদ,মাওলানা আব্দুল জলিল সহ উপজেলার সর্বস্তরের ওলামা পরিষদের সদস্য বৃন্দ প্রমূখ।
অনুষ্ঠান শেষে অতিথি ও কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট এবং উপহার তুলে দেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com