ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় চলমান উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার হলে মেয়েকে সহযোগিতা করার দায়ে শিক্ষক আতিকুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা চলাকালে ফুলবাড়িয়া আছিম বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে তাকে এ শাস্তি দেওয়া হয়।
ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরি জালাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আছিম বহুমুখী উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি আরও বলেন, পরীক্ষা চলাকালে ১০১ নম্বর কক্ষে প্রবেশ করে এক পরীক্ষার্থীর খাতা ওলট-পালট করে দেখছিলেন আতিকুল ইসলাম। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে ম্যাজিস্ট্রেট এসে তাকে আটক করেন।
ইউএনও আরও বলেন, ওই শিক্ষককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
যে পরীক্ষার্থীকে সহযোগিতা করছিলেন তিনি শিক্ষক আতিকুল ইসলামের মেয়ে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com