এক নারীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট থানায় আসেন ইসমাইল হোসেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে পুলিশ।
আটক ইসমাইল হোসেন হালুয়াঘাট উপজেলার কালিয়ানী কান্দা গ্রামের সুরুজ আলীর ছেলে। তিনি পেশায় একজন কনটেন্ট ক্রিয়েটর।
জানা যায়, উপজেলার খন্দকপাড়া গ্রামের এক তরুণীর মা এই অভিযোগ করেন। তবে ইসমাইলের দাবি, অভিযোগকারী তরুণী তার দ্বিতীয় স্ত্রী ছিলেন। পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুল হক জানান, ইসমাইলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় বুধবার তাকে আদালতে পাঠানো হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com