জেলায় আজ বিএনপি’র উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং বন্যা দুর্গতদের সুস্থতা কামনায় দোয়া- মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে নড়াইল পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির আহবায়ক আ. মান্নান মোল্যা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হাসান।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের আহবায়ক সাইদুজ্জামান আমল, জেলা কৃষকদলের আহবায়ক নবীর হোসেন ও সদস্য সচিব এনামুল কবীর চন্দন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান সোহাগ, ৪নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব খালিদুর রহমান বেগ, যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আলী প্রমুখ।
আলোচনাসভা শেষে দোয়া- মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com