আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের উৎসর্গ করে ব্লাড ব্যাংক কিশোরগঞ্জ এর পক্ষ থেকে গতকাল(২১শে ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ সদর উপজেলাধীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে “ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পিং”।
সকাল ১১টায় শুরু হওয়া দিনব্যাপী এই আয়োজনে প্রায় ২৫০জনের মতো মানুষের রক্ত পরীক্ষা করা সম্ভব হয়েছে৷
ব্যতিক্রমধর্মী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত সাধারণ মানুষেরা৷ এ নিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা নাহিদ আহমেদ জানান,”কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকল ভাই-বোনদের যারা এরকম মহৎ আয়োজনে পাশে থেকে প্রোগ্রামটা সফল করতে সহযোগিতা করেছেন। অদূর ভবিষ্যতে হিংসামুক্ত সংগঠন হিসেবে সকলের কল্যাণে কাজ করে যাবে ব্লাড ব্যাংক কিশোরগঞ্জ”৷
উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি কিশোরগঞ্জ জেলাসহ একাধিক জেলায় রক্তদান কার্যক্রম অব্যাহত রেখেছে৷
/শুভ/
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com