কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি পুলিশ লাইন্সে স্থাপিত স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। পরে “দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশের সভাপতি মোঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আফজল, পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মোস্তাক সরকার। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) অনির্বান চৌধুরীসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরে বিগত ৫ বছরে কিশোরগঞ্জ জেলায় কর্মরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের মাঝে নগদ এক লাখ টাকা প্রদান করা হয় এবং প্রয়াত পুলিশ সদস্য পরিবারের মাঝে ক্রেস্ট ও উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com