কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (০৮ মার্চ) সকালে
দিবসটি উপলক্ষে পুলিশ লাইন্স থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পুলিশ লাইন্স ড্রিল সেডে গিয়ে শেষ হয়। পরে “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে নিয়ে পুলিশ লাইন্স ডিলসেডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী।এ সময় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম,
জেলা মহিলা পরিষদের সভানেত্রী মায়া ভৌমিক,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার প্রমুখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com