ভোলার দৌলতখনে আবু তাহের (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (পহেলা
এপ্রিল) সকালে উপজেলার চর খলিফা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কলিম পাটোয়ারী বাড়ি সংলগ্ন একটি
আখ খেতে এ মরদেহ উদ্ধার করে দৌলতখান থানা পুলিশ। নিহত আবু তাহের উপজেলার চরখলিফা ইউনিয়নের বাসিন্দা ছাদেক হোসেনের ছেলে।
দৌলতখান থানার ওসি (তদন্ত) শাহাদাৎ হোসেন খান
বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয়রা আখ খেতে ওই ব্যক্তির মরদেহ দেখতে
পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেল এটি হত্যা না আত্মহত্যা জানা যাবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com