ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় রোববার (৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে একটি ক্যাভার্ড ভ্যানকে পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান চাপা দেয়।এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে চালক ও হেলপার গুরুতর আহত হয়।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করলে পিকআপ ভ্যান চালক রাজু মিয়া (২৮) মারা যায। নিহত রাজু মিয়া নোয়াখালী বেগমগঞ্জের রুস্তম আলীর পুত্র।
পরে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
এদিকে গুরুতর আহত পিকআপ ভ্যানের হেলপার শাকিল (২২) এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীর রয়েছে। সে ধাইরাই উপজেলার ধানতারা এলাকার সামছুল মিয়ার ছেলে।
সাভার হাইওয়ে পুলিশ জানায়, এ ব্যাপারে থানায় মহাসড়ক আইনে মামলার প্রক্রিয়া চলছে। মহাসড়ক থেকে যান দুটি উদ্ধার করা হয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com