
ফরিদপুর সবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র নাঈম শেখ (১৩), বেপরোয়া মাটিবাহী ট্রলির চাপায় মৃত্যুর ঘটনায় চালকের শাস্তি ও শিক্ষার্থীসহ সকলের জন্যে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী। রোববার বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গেরদা বাজারের বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে তারা কিশোর নাঈম শেখের মৃত্যুর ঘটনাকে নির্মম জানিয়ে শোক প্রকাশ করেন। এসময় তারা ওই ট্রলির চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী ও নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবী জানান।
উল্লেখ্য, গত ৩১ মার্চ দুপুরে ওই ছাত্র স্কুল থেকে বাই সাইকেল যোগে বাড়ী ফেরার সময় স্কুলের অদুরে দীঘিরপাড় মোড় এলাকায় বেপরোয়া মাটিবাহী ট্রলির চাপায় পিষ্ঠ হয়ে নিহত হন। এসময় স্থানীয়রা ট্রলি ও চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
নিহত নাঈম একই উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামের সেকেন্দার শেখের ছোট পুত্র। বাবা সেকেন্দার শেখ পেশায় দিনমজুর।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
