
রমজান মাসে ধনী-গরিব নির্বিশেষে রাস্তাঘাটে চলাচলরত রোজাদারদেরকে বিনামূল্যে মাসব্যাপী ইফতার বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে সাভারের সামাজিক সংগঠন ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন। চলাচলরত যানবাহন যেমন বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, অটোরিকশা ও রিকশার যাত্রীরাও এই কর্মসূচির অন্তর্ভুক্ত।
রোববার (৩ এপ্রিল) বিকেলে রমজানের প্রথম দিনে সাভারের হেমায়েতপুর এলাকায় ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। এ সময় স্থানীয় আলেম-ওলামা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বেসরকারি সামাজিক সংগঠন ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দুস্থ মানুষের মাঝে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণের প্রথম দিন পাঁচ শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পবিত্র রমজান উপলক্ষে তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাসব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ করবে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন।
সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরের ব্যবস্থাপনায় ধারাবাহিকভাবে চলবে এই কর্মসূচি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
