ঢাকাশনিবার , ১৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

সাভারে যুবকের রহস্যজনক মৃত্যু

জাগো বুলেটিন
এপ্রিল ৪, ২০২২ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

কারখানার আড়ার সাথে গলায় দড়ি পেচানো অবস্থায় সবুজ (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। রোববার (৩ এপ্রিল) পৌর এলাকার নামা গেন্ডার মাঝিরমোড় এলাকার নবনির্মিত একটি ফুড কারখানার ভেতর থেকে তার লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, নবনির্মিত ফুড কারখানার ভিতরে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের লাশ দেখতে পায় অন্য শ্রমিকরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

তবে স্থানীয়দের ধারণা ওই যুবক আত্মহত্যা করেননি তাকে হত্যা করে হয়তো আড়ার সাথে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। আত্মহত্যা করলে নিহতের পা মাটির সাথে লাগানো থাকতো না। এলাকাবাসী বিষয়টি তদন্তের মাধ্যমে পুলিশকে তার মৃত্যুর রহস্য উৎঘাটনের আহবান জানিয়েছেন।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ বলেন, ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে ওই যুবক আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com