নীলফামারীর ডোমার উপজেলা বোড়াগাড়ী চামাড়পাড়া মোড়ে এক আইনজীবীর কাছে চাঁদাদাবী ও ল’ চেম্বার ভাংচুরের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১ এপ্রিল) বিকালে আইনজীবী খাইরুল ইসলাম (নাঈম)-কে নিজ ল’ চেম্বারের সামনে মটর সাইকেল থামিয়ে এক লাখ টাকা চাদা দাবী করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে চেম্বারে ভাঙচুর চালায় অভিযুক্তরা।
এ ঘটনায় আজ সোমবার (৪ এপ্রিল) খাইরুল ইসলাম (নাঈম) বাদী হয়ে ছয় জনকে আসামী করে একটি মামলা করেন যার নম্বর পি-২৭/২২/
খাইরুল জানান, স্থানীয় জয়দেব চন্দ্র মহন্ত গোপাল চন্দ্র রায়, সাইদুল ইসলাম, কাকন চন্দ্র দাস, বিশ্বদেব দাস, জামিনি চন্দ্র রায় সহ আরো কয়েকজন মিলে এ ঘটনা ঘটায়।
এ বিষয়ে বাদী পক্ষের আইনজিবী অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী বলেন, আসামীগণ যে ধরনের অপরাধ করেছে তাদের বিরুদ্ধে ১৪৩/৪৪৭/৩৪১/৩২৩/৩৮৫/৪২৭/৩৪ দঃবিধি দায়ের করে মামলা দেয়া হয়েছে।
বিষয়টি নিয়ে আইনজীবী সমিতির সকল সদস্য উদ্বেগ প্রকাশ করেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com