
ঠাকুরগাঁওয়ে জলবায়ু পরিবর্তন, গ্রীন ক্লাইমেট ফান্ড ও পিকেএসএফ এর পরিবেশ বিষয়ক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসক সভাকক্ষে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
(পিকেএসএফ)এর আয়োজনে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট (ইএসডিও) সহযোগীতায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, পিকেএসএফ উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব ড. ফজলে রাব্বি ছাদেক আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক জনাব রামকৃষ্ণ বর্মন। ইএসডিও প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জনাব, ড.শহীদ-উদ-জামান।
আমন্ত্রিতরা উপস্থিত ছিলেন লোকায়ন প্রত্রিকার সম্পাদক মোঃ সাকের উল্লাহ, ডেইলি স্টার প্রত্রিকার জেলা প্রতিনিধি কামরুজ্জামান রুবায়েত। প্রথম আলো জেলা প্রতিনিধি মুজিবর রহমান খান। বাংলাদেশ টেলিভিশন জেলা প্রতিনিধি
মাসুদ রানা পলক। ইএসডিও সিনিয়র এপিসি মোঃ আইনুল হক। এপিসি মোঃ শামীম হোসেন, এপিসি শাহ মোঃ আমিনুল হক সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিরা এবং ইএসডিও বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
