ঢাকামঙ্গলবার , ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

সাভারে অটো রিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

জাগো বুলেটিন
এপ্রিল ৬, ২০২২ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সাভারে নিজ কক্ষ থেকে নাজমুল কাজী (৩০) নামের এক ব্যাটারী চালিত অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে পৌরসভার রেডিও কলোনি জালেশ্বর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করে।

নিহত নাজমুল কাজী খুলনার পাইকগাছা উপজেলার সবুর কাজীর ছেলে। সে তার স্ত্রী নাজমা আক্তারকে নিয়ে সাভারের রেডিও কলোনি জালেশ্বর এলাকার ইলা মসজিদ সংলগ্ন ইমুরনেছার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসের ১ তারিখে নাজমুল কাজী জালেশ্বর মহল্লার ইমুরনেশার বাড়ির একটি কক্ষ ভাড়া নেন।ঘটনার দিন নিহতের স্ত্রী নাজমা আক্তার জরুরী কাজে বাড়ির বাইরে গেলে দীর্ঘ সময় ঘরের দরজা ভেতর থেকে লাগানো ছিল। পরে তার স্ত্রী বাইরের কাজ শেষে বাড়িতে ফিরে ঘরের দরজায় কড়া নাড়লে ভেতর থেকে কোন সারা না পেয়ে জানালা দিয়ে উকি মেরে দেখে তার মৃতদেহ ঝুলছে।এ খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের আত্মীয় আল আমিন বলেন, আমার ভাইয়ের সাথে কারো কোন শত্রুতা নাই। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হক বলেন, মৃত্যুর কারণ জানা যায়নি। পরিবারের দাবি সে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে আত্মহত্যা কি না বা আত্মহত্যার কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে বলেও তিনি জানান।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com