শ্রমিক বিক্ষোর মুখে সাভারের আশুলিয়ায় একটি সোয়েটার তৈরির কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের চায়না মালিকানাধীন ফ্যাশনইট কোম্পানী লিমিটেড নামের ওই সোয়েটার তৈরির কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেন মালিকপক্ষ।
শ্রমিকরা জানায়, ওই সোয়েটার তৈরির কারখানায় কাজ করেন প্রায় ১২ শতাধিক শ্রমিক। দুই এপ্রিল ১২ শতাধিক শ্রমিক পিচরেট বৃদ্ধির দাবিতে কারখানায় কর্মবিরতি পালন শুরু করেন। এক পর্যায়ে মালিকপক্ষ কোন সমাধানে না এসে কারখানাটি আজ বুধবার (৬ এপ্রিল) অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করে কারখানার মুল ফটকে নোটিশ টাঙিয়ে দেন। সেই সাথে বিভিন্ন অভিযোগে কারখানাটির এক’শ ১১ জন শ্রমিককে ছাঁটাই করে ছবি টাঙিয়ে দেওয়া হয়।
পরে সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগদান করতে এসে অনির্দিষ্ট কালের জন্য বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ করতে চাইলে শিল্প পুলিশ তাদের কারখানার সামনে থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকরা বাড়ি ফিরে যায়। শ্রমিকদের দাবি ঈদের আগে কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করায় তারা চরম বিপাকে পড়েছেন পরিবার পরিজন নিয়ে ঈদ করা অনিশ্চয়তা দেখা দিয়েছে তাদের মাঝে।
এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com