ঢাকারবিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

মহাসড়কে চাঁদাবাজি বন্ধে সাভার হাইওয়ে পুলিশের পদক্ষেপ

জাগো বুলেটিন
এপ্রিল ৬, ২০২২ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

মহাসড়কে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সাভার হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান। তিনি বলেন, সাভার হাইওয়ে থানা পুলিশের কোন সদস্য চাঁদা নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সাভার হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান বলেন, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আব্দুল্লাহপুর এই তিনটি সড়কে যানবাহন চালকরা নির্বিঘ্নে গাড়ি চালাতে পারবেন। হাইওয়ে থানা পুলিশের কোন সদস্য বা কোন ব্যক্তি হাইওয়ে থানা পুলিশ পরিচয়ে কোন যানবাহন বা রিকসা থেকে চাঁদা তুললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, মহাসড়কে গাড়ি চললে হাইওয়ে পুলিশকে কোন চাঁদা বা মাসোহারা টাকা দিতে হয়না। কেউ টাকা তুললে বা চাইলে তিনি হাইওয়ে থানার ওসির মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান। এছাড়াও তিনি এই মহাসড়কে কেউ যেন চাঁদাবাজি করতে না পারে এবং চালকরা যাতে নির্বিঘ্নে গাড়ি চালাতে পারে সেই প্রতিশ্রুতি দেন।

এদিকে চাঁদা মুক্ত গাড়ি চলাচল করার প্রতিশ্রুতি দেওয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আব্দুল্লাহপুর এই তিনটি সড়কে যানবাহন চালকরা সন্তোষ প্রকাশ করেছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com