‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথ সহ অন্যান্য কর্মরত চিকিৎসক উপস্থিত ছিলেন।
র্যালী এবং আলোচনা সভায় অংশ নেয় হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com