টাঙ্গাইলের নাগরপুরের ঐতিহ্যবাহী মানবিক প্রতিষ্ঠান মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে মাহে রমজানুল মোবারক উপলক্ষে বাংলা অর্থসহ পবিত্র কুরআন বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নাগরপুর বাজারে আইয়ূব আলী সুপার মার্কেটের সামনে প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ও বিশিষ্ট সমাজ সেবক ডা.এম.এ.মান্নান এর সভাপতিত্বে পবিত্র কুরআন বিতরণের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়।
পবিত্র কুরআন বিতরণ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হাফেজ মাসুম বিল্লাহ, মেডিকেল অফিসার ডা.কাউছার খান, সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক মো.আজিজুল হক বাবু, মাওলানা মুফতি শহিদুল ইসলাম, মাওলানা মুফতি সাদিক মিয়া, মাওলানা মুফতি হাদী, মাওলানা হাফেজ আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা ডা.সিদ্দিক মিয়া, পল্লী চিকিৎসক তারেক জুবায়ের, হাফেজ বেল্লাল, হাফেজ ইশরাফিল, প্রভাষক মামুন প্রমুখ।
ডা: এম.এ.মান্নান বলেন, সারা মাস জুড়ে যারা কুরআন পড়তে জানেন এবং কিছুটা ভুল ভ্রান্তি থেকেও বাংলা উচ্চারণ ও অর্থ না জানার কারণে ভুল করে থাকেন, তাদের উদ্দেশ্যে আমার এই প্রয়াস। বাংলা উচ্চারণ অর্থসহ কুরআন শরীফ হাতে দিয়ে নিজেকে ধন্য মনে করছি, আমার এ উদ্যোগ চলমান থাকবে ইনশাআল্লাহ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com