টাংগাইলের নাগরপুরে সকল ইমামদের সাথে শুভেচছা বিনিময় করেছেন টাংগাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
শনিবার (৯ এপ্রিল) আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ও ইসলামিক ফাউন্ডেশন নাগরপুর উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় উপজেলা মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের মহাসচিব মুজিবুল ইসলাম পান্নার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন, টাংগাইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আলী, নাগরপুর থানার পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর প্রমুখ
অনুষ্ঠান শেষে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার ৭০০ ইমামদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com