
খাগড়াছড়রি মানিকছড়ি উপজলোর খাড়িছড়া এলাকা থেকে ক্ষুদ্র ব্যবসায়ী মো. আবদুল কাদরে নিখোঁজের চার দিন পার হয়ে গেলেও তাঁর সন্ধান মেলেনি। সন্ত্রাসীরা তাকে অপহরণ করেছে দাবী করে দ্রুত অক্ষত অবস্থায় নিঃশর্ত মুক্তির দাবীতে প্রতিবাদ সমাবশে করছে যোগ্যাছোলা ইউনয়িনরে সর্বস্তরের জনসাধারণ। প্রতিবাদ সমাবশ থেকে আগামি ২৪ ঘন্টার মধ্যে আব্দুল কাদেরকে নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনরে হুশিয়ারী দেন বক্তারা।
আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের দক্ষিণ কালাপানি পান্নার্কাবারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যোগ্যাছোলা ইউনয়িন আওয়ামী লীগ সভাপতি মো. নুরুল ইসলামের সভাপত্বিতে মো. জামাল হোসনেরে সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন।
এসময় বক্তব্য রাখনে ইউপি চয়োরম্যান ক্যজরী মহাজন, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, সাংগঠনকি সম্পাদক মো. জামাল উদ্দনি পাটোয়ারী, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি মো. মোকতাদের হোসেন, ইউপি সদস্য আব্দুল হামিদ, সাম কুমার ত্রিপুরা, পাড়া প্রধান ( কাবারী ) ক্যজ মারমা, ইউনিয়ন যুব লীগের সম্পাদক অংশেপ্রু মারমা প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে যোগ্যাছোলা ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী জনপ্রতিনিধি ও পাহাড়ি-বাঙ্গালী সর্বস্তরের সাধারণ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
