ঢাকাশুক্রবার , ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিনমজুরের দাড়ি ছিড়ে ফেলে দোকানদার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
এপ্রিল ৯, ২০২২ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

শ্রীপুরে সাধারণ ঘটনাকে কেন্দ্র করে একজনের মুখের দাড়ি ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে।

শনিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের জৈনা বাজার এলাকায় ঘটনা ঘটে।

ভুক্তভোগী দিনমজুর মানিক মিয়া ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই গ্রামের মো. চান মিয়ার ছেলে।

অভিযুক্ত মো. আব্দুর রহিম (৪৫) উপজেলার কাওরাইদ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে।

ভুক্তভোগী দিনমজুর মো. মানিক মিয়া বলেন, রাস্তা ধরে একজন হকার যাচ্ছিলেন শাড়ি, লুঙ্গি নিয়ে। এ সময় আমি মার্কেটের সামনে নামিয়ে শাড়ি লুঙ্গি পছন্দ করছিলাম। প্রচণ্ড রোদ থাকায় একটু মার্কেটের বারান্দায় বসে কাপড় দেখছিলাম। এ সময় রহিম এসে হকারকে গালমন্দ করতে থাকে। এক পর্যায়ে মারধর শুরু করে। পরবর্তীতে আমি প্রতিবাদ করে বলি যে, আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন। এ কথা বলার সঙ্গে সঙ্গে তিনি আমার মুখের লম্বা দাড়ি মুঠো করে টেনে হেঁচড়ে দোকানের ভেতর নিয়ে যায়। তখন আমার দাড়ি সজোরে টান দিলে ছিঁড়ে যায়। এ সময় আমি ডাক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে আমাকে রক্ষা করে। এর আগে হকার মো. সাইফুল ইসলাম ক্ষমা চাইলেও সে আমার উপর চড়াও হয়ে মুখের দাড়ি ছিঁড়ে ফেলে।

সিদ্দিক প্লাজার মালিক মো. মামুন গণাধ্যমকে বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। এরপর তেলিহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দু’জন ইমাম এই বিষয়টি মীমাংসা করার চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগী যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হক গণমাধ্যম কে বলেন, ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com