অজ্ঞাত গাড়ির চাপায় ইসরাত জাহান ইশা (২২) নামে মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ এপ্রিল) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার গলফ ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান।
নিহত ইসরাত জাহান ইশা বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নদীয়া চারঘাট এলাকায় ইশারত হোসেনের মেয়ে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, শনিবার সন্ধ্যার পর স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে আরিচার দিকে যাচ্ছিলেন ইশা। তারা সাভার গল্ফ ক্লাবের সামনে পৌঁছলে গতিরোধকের ঝাঁকুনিতে মোটরসাইকেলের পেছন থেকে পরে যান ইশা। এসময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। আহতাবস্থায় দু’জনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইশাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, দুর্ঘটনায় নিহতের স্বামী সামান্য আহত হয়েছেন। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com