ঢাকারবিবার , ২৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ডিমলায় শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
এপ্রিল ১০, ২০২২ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীর ডিমলায় শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এতে উপজেলার সদর ইউনিয়ন, নাউতরা, খালিশা চাপানি, ঝুনাগাছ চাপানি, বালাপাড়া, পশ্চিম ছাতনাইসহ প্রতিটি ইউনিয়নের শতাধিক বসতবাড়ির টিনের ছাদ শিলার আঘাতে ফুটা হয় ও অনেকের ঘড় বাড়ি ভেঙ্গে যায় এবং উপজেলার ১০ টি ইউনিয়নের ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতির আশংকা দেখা দিয়েছে।

রবিবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে তিনটায় হঠাৎ এ শিলাবৃষ্টি শুরু হয়।

এলাকার বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, আজ বিকালে হঠাৎ এই শিলা বৃষ্টি শুরু হয়। শিলাবৃষ্টি প্রায় আধ ঘন্টা হলেও প্রচুর শিলা পতন এবং শিলার আকার বড় হওয়ায় ব্যপক ক্ষয় ক্ষতি হয়েছে। ভারী শিলাবৃষ্টির কারণে ভুট্টা, মরিচ, পেঁয়াজসহ ধানের ব্যপক ক্ষতি হয়েছ। শিলাবৃষ্টিতে কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

উপজেলার সদর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা সফিকুল ইসলাম জানান, আজকের শিলা বৃষ্টিতে এলাকার অধিকাংশ টিনের চালাঘর ফুটো হয়ে গেছে। ধান ও ভূট্টাসহ প্রচুর ফসল নষ্ট হয়েছে ।

তিনি আরো বলেন, বিকাল ৩ঃ৩০ মিনিটে বড় বড় প্রচুর শিল পড়তে থাকে এতে আম, কাঁঠালের মুকুলসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, লণ্ডভণ্ড হয়ে গেছে বসতবাড়ি। এলাকায় শিলাবৃষ্টিতে রাস্তাঘাট সাদা হয়ে যায়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া পর্যবেক্ষণাগার ডিমলা উপজেলা শাখা অফিস সূত্রে জানা যায়, ঝড়ের গতিবেগ ছিল ৩৫ থেকে ৪০ কিলোমিটার এবং বৃষ্টির বেগ ছিল ২৪ মিলি।

উপজেলা কৃষি অধিদপ্তর থেকে জানা যায়, তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে অধিকাংশ এলাকায় আম ও লিচুর মুকুল ঝরে গেছে এবং ধান ভুট্টা মরিচ এর ও ক্ষতি আশংকা করা যাচ্ছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com