ঢাকাবুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

খাগড়াছড়ির দীঘিনালায় ৫ দোকান আগুনে পুড়ে ছাই

আলমগীর হোসেন
এপ্রিল ১২, ২০২২ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিদ্যুৎ সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে ৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আজ মঙ্গলবার ( ১২ এপ্রিল ) সন্ধা সাড়ে ৬ টায়র দিকে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ গেইট এলাকায় দোকানে মুহুতের মাধ্যমে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এতে অন্তত ৫ টি ব্যবসায়ীর দোকান আগুনে পুুড়ে ছাই হয়ে যায়।

এদের মধ্যে কলেজ গেইট এলাকার রমেন চাকমার সৃজন কম্পিউটার এন্ড স্টুডি, নির্মল কান্তি চাকমার বইয়ের দোকান পার্বত্য লাইবেরী, আব্দুল আজিজ হকের চায়ের দোকান, রাকিবের অটো ওয়ার্কসপ, লুৎফর রহমানের সাইকেল গ্যারেজ। এসময় সৃজন কম্পিউটার এন্ড স্টুডিতে থাকা ল্যাপটপ ৪ টি, আইপিএস ১ টি, জেনারেটর ১ টি, ফটোকপি মেশিন ১ টি, নগদ ৩ লাখ টাকাসহ অন্তত ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে। পাবর্ত্য লাইবেরীর ৬ লাখ টাকা, রাকিবের অটো ওয়ার্কসপ ৩ লাখ টাকা, রহমানের সাইকেল গ্যারেজের ১ লাখ ৫০ হাজার টাকার বেশি ক্ষতি হয়। এতে ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

ফায়ার সার্ভিসের জেলা উপ-সহকারী পরিচালক শাকরিয়া হায়দার জানান, আগুনে সূত্রপাতের খবর দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কেউ জানাননি। তবে আগুনের উৎস ফায়ার সার্ভিসের পাশাপাশি হওয়ায় আমাদের ফায়ার কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীদের সহযোগিতা এবং আমাদের দুটি ইউনিট আধাঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

এসময় এই কর্মকর্তা জানান, আগুনের সূত্রপাত সম্ভব বিদ্যুৎ সর্টসার্কিট থেকে হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com