ভোলার লালমোহন উপজেলায় জোড়া লাগানো যমজ শিশুর জন্ম হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে পৌরসভার একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে মিতু বেগম নামের এক নারী এই শিশু দুইটির জন্ম দেন। জন্ম নেওয়া নবজাতক শিশু দুইটির পেট জোড়া লাগানো।
মিতু বেগম উপজেলার ফুল বাগিচা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের রাজমিস্ত্রী বিল্লালের স্ত্রী।
বিল্লাল জানান, মঙ্গলবার দুপুরে স্ত্রী মিতু বেগমের প্রসব বেদনা উঠলে তাকে লালমোহন ক্লিনিকে ভর্তি করা হয়। পরে স্বাভাবিক প্রসবে (নরমাল ডেলিভারি) জটিলতা দেখে ওই ক্লিনিকের ডাক্তার মুনতাহিনা হক জিম তার সিজার করেন। রাত ৮টায় পেটে জোড়া লাগানো যমজ শিশুর জন্ম হয়।
তিনি আরও জানান, তাদের এই প্রথম সন্তান হয়েছে। এক বছর আগে বিয়ে করেছিলেন তারা।
ডা. মুনতাহিনা হক জিম জানান, পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় নরমাল ডেলিভারি করাতে হলে প্রসূতি অনেক ঝুঁকিতে পড়তে পারেন। তাই নরমাল ডেলিভারি না করিয়ে সিজারের মাধ্যমে নবজাতক দুইটির জন্ম দেওয়া হয়।
এদিকে, শিশু দুটিকে রাতেই শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (সেবাচিম) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়।
বাবা বেল্লাল হোসেন শিশু দুটিকে বাচাঁতে হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com