ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর সাইফুল ইসলাম নিহত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ১৩, ২০২২ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সাইফুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। তিনি উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল পূর্বপাড়া গ্রামের মৃত নবী হোসেনের ছেলে।

নিহত সাইফুল ইসলামের পারিবারিক সূত্রে জানা যায়, সংসারের উন্নতির জন্য সাইফুল ইসলাম ২০১৩ সালে সৌদি আরব পারি জমান। ১১ এপ্রিল সোমবার বাংলাদেশ সময় রাত ৮টার সময় সৌদি আরবের হাইল শহরে মোটরসাইকেলে যোগে তার সহকর্মীকে নিয়ে কাজ করতে যাওয়ার পথে পিছন দিক থেকে একটি প্রাইভেট কার ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। সাথে সাথে তাকে সেখানকার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাইফুল ইসলামের সংসারে স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে। বড় মেয়ে জান্নাত আক্তারের বয়স ৬ বছর, আর নুসরাত আক্তারের বয়স ৩ বছর। স্ত্রীকে তিন মাসের অন্তঃস্বত্ত্বা অবস্থায় রেখে তিনি শেষবারের মত সৌদি যান। সৌদিতে থাকাবস্থায় ছেলে ছেলে শাহরিয়ার ইসলাম রায়ানের জন্ম দেন তার স্ত্রী সুবর্ণা আক্তার। ছোট ছেলের মুখ না দেখেই শেষ বিদায় নিলেন সাইফুল।
বড় বোনের জামাই মাইনুদ্দিনের সাথেই সৌদি আরবে থাকতেন সাইফুল। সাইফুলের মৃত্যু সংবাদটি মাইনুদ্দিন মোবাইল ফোনে পরিবারকে জানান। এরপর থেকেই কান্নার রোল পড়ে যায় বাড়িতে। নিহত সাইফুলের মরদেহ দ্রুত দেশে আনতে সরকারের কাছে সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com