ঢাকাবুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

নিউ জেনারেশন ওয়েলফেয়ার অর্গানেজেশন এর পক্ষ থেকে রমজানের উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৪, ২০২২ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নিউ জেনারেশন ওয়েলফেয়ার অর্গানেজশন এর উদ্যোগে মাহে রমজান উপলক্ষে গফরগাঁয়ে গরিব কর্মহীন পরিবারের মাঝে রমজান এর উপহার সামগ্রী বিতরণ শুরু হয়েছে। গরিব অসহায় কর্মহীন মানুষ আজ গভীর দুঃখ দুর্দশায় নিপতিত। খাদ্য সংকটে পড়তে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোকে। তার ওপর শুরু হচ্ছে মুসলমানদের জন্য পবিত্র মাস রমজান। চলমান সংকটে রমজানকে কেন্দ্র করে এসব পরিবারকে খাদ্যসামগ্রীর উপহার পৌঁছে দিলো ‘নিউ জেনারেশন ওয়েলফেয়ার অর্গানাইজেশন’ নামের একটি সংগঠন।

বুধবার (১৩এপ্রিল) গফরগাঁও এলাকায় প্রথম ধাপে উপহার সামগ্রী পৌঁছে দেয় সংগঠনটি।

‘চলবো মোরা একসাথে জয় করব মানবতাকে’ স্লোগানটি নিয়ে সংগঠনটি নিজস্ব উদ্যোগ ও সদস্যদের নিজ তহবিলের মাধ্যমে মধ্য ও নিম্ন আয়ের পরিবারগুলোতে উপহার সামগ্রী বিতরণ করে।

নিউ জেনারেশন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের এই উপহার প্যাকেজটি পেতে কাউকেই লাইনে দাঁড়াতে বা কোনো ভোটার আইডি কার্ড বা নাগরিক সনদ দেখাতে হয়নি। মূলত লোক-লজ্জার জন্য যারা সাহায্য চাইতে পারছেন না এবং দিন এনে দিন খাওয়া মানুষগুলোকেই সাহায্য করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

এ বিষয়ে নিউ জেনারেশন ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর এক সদস্য বলেন, নিউ জেনারেশন ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর মূল লক্ষ্য দেশের হয়ে কাজ করার। স্বল্প পরিসরে হলেও দেশের জন্য কাজ করে যাবে। রমজানের ৫টা দিন যেনো মানুষগুলো ভালো মতো কাটাতে পারে তাই কিছু পরিবারের মাঝে নিউ জেনারেশন ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর পক্ষ থেকে এই উপহার।

তিনি আরো বলেন, ঈদকে কেন্দ্র করে নিউ জেনারেশন ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর একটি পরিকল্পনা রয়েছে। সুবিধাবঞ্চিতদের মাঝে সংগঠনটি ঈদের আনন্দ ছড়িয়ে দিতে কিছুদিনের মধ্যেই তাদের দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু করবে। তবে কোনো সাহায্য সহযোগিতা পেলে নিউ জেনারেশন ওয়েলফেয়ার অর্গানাইজেশন দেশের জন্য আরো বড় পরিসরে কাজ করতে পারবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com