ঢাকাবুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ট্রলার ডুবে মায়ের মৃত্যু, বেঁচে গেলো কোলের শিশু

শিকদার শরিফুল ইসলাম
এপ্রিল ১৪, ২০২২ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

 

শিকদার শরিফুল ইসলাম

মোংলার পশুর নদীতে উত্তাল ঢেউয়ে ট্রলার ডুবে এক নারীর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে পশুর নদীর সিন্দুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, উপজেলার চিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লিয়াকত শেখ পৌর শহর থেকে গাছ চেরাই করে ট্রলারে করে বাড়িতে ফিরছিলেন। ট্রলারে লিয়াকতের স্ত্রী পারভীন বেগম ও শিশু সন্তান রবিউলও ছিল। ট্রলারটি পশুর নদীর সুন্দরতলা এলাকার কাছাকাছি পৌঁছালেই প্রচণ্ড ঢেউয়ের তোড়ে উল্টে যায়। এ সময় আড়াই বছরের ছেলে মায়ের কোলে ছিল। ট্রলারটি উল্টে গেলে লিয়াকত ও মাঝি ছিটকে নদীতে পড়ে যান। আর ছাউনির মধ্যে থাকা মা পারভীন ও ছেলে রবিউল আটকে পড়েন। পরে সেখান থেকে মা ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার কিছুক্ষণের মধ্যেই পারভিন মারা যান। তবে জীবিত আছে কোলে থাকা সন্তান।
তার অবস্থাও সংকটাপন্ন জানিয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম বলেন, ‘ছেলেটির উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য বলা হয়েছে।
মোংলা থানা ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যদিও ডুবে মারা গেছে। তারপরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com