বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন ঝালকাঠি জেলা শাখার আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রাজাপুর ফাজিল মাদ্রাসা হলরুমে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সভাপতি মো. হারুন অর রশিদ।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের মহাসচিব মো. শান্ত ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মো. নজরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক শেখ, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ হাওলাদার।
সংগঠনের সহসভাপতি ও জেলা সভাপতি শাহ মাহমুদ কবিরের সভাপতিত্বে সঞ্চালনা করেন মোস্তাক আহমেদ শামীম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ঝালকাঠি জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ সভাপতি মিজানুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, শিক্ষক নেতা ফারুক হোসাইন, মো. শাহীন আহমেদ, মো. মনজুরুল হক প্রমুখ।
এই সভায় ও ইফতার মাহফিল এ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com