ঢাকাবুধবার , ১৯ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

সাভারের বিরুলিয়ায় বৃদ্ধকে কুপিয়ে জখম

সাভার প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২২ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের সামাইর গ্রামের আক্কাছ আলী (৬৫) নামে বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে প্রতিবেশী মাহফুজ রানা ও তার সহযোগীরা। এসময় বাধা দিলে তার স্ত্রী রাহিমা খাতুনসহ ছোট ভাই প্রতিবন্ধী আসাদকেও পিটিয়ে আহত করে তারা।

এঘটনায় আহত আক্কাছ আলীর ছোটবোন হাসিনা বেগম বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে সাভার মডেল থানায় চারজনের নাম উল্লেখ করে আরো ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে লিখিত অভিযোগ করেন।

অভিযুক্তরা হলো- মাহফুজ রানা (৪৫), সালাম সিকদার (৪০), মোসা: পারভীন বেগম ওরফে বিবি (৩৫) ও মোসা: রেবেকা বেগম (৩৪)।

অভিযোগে উল্লেখ করা হয়, প্রতিবেশী মাহফুজ রানার সঙ্গে আক্কাছ আলীর জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার বিকালে প্রতিপক্ষ মাহফুজ রানা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আক্কাছ আলীকে রামদা দিয়ে তার মাথায় ও হাতে কুপিয়ে জখম করে। এসময় বাধা দিলে আহতের স্ত্রী রাহিমা খাতুনসহ ছোট ভাই শারীরিক বুদ্ধি প্রতিবন্ধী আসাদকেও পিটিয়ে আহত করে তারা। আহতদের উদ্ধার করে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় আক্কাছ আলীকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

প্রতিবেশী মাহফুজ রানা ও তার সহযোগীরা আক্কাছ আলীকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে। এছাড়া বসত বাড়ির দরজা জানালা ভাংচুরসহ একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধন হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com