সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি ও হেমায়েতপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানা পুলিশ।
সাভার হাইওয়ে পুলিশ জানান, রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রেডিও কলোনি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় রাজু আহমেদ (৩০) নামের এক যুবক নিহত হয়। এসময় মোটরসাইকেলে থাকা দুই যুবক গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রাজু সাভার পৌরসভার ডগরমোরা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
অপরদিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি অজ্ঞাত গাড়ির চাপায় রানা (২০) নামের এক পথচারীর নিহত হয়েছে। নিহত রানা ঠাকুরগাঁও জেলার মহির উদ্দিনের ছেলে।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক আতিকুর রহমান বলেন, নিহত দুই জনের লাশ উদ্ধার করে তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পৃথক দুটি মামলা হবে বলেও জানান তিনি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com