সিরাজগঞ্জের রায়গঞ্জে অজ্ঞাত যানবাহনের চাপায় ফিরোজ মিয়া (৩৭) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে উপজেলার ভূঁইয়াগাতী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ মিয়া রংপুর জেলার পীরগাছা উপজেলার বিঘটারি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, শুক্রবার মোটরসাইকেলে করে নিজ জেলা রংপুরে যাচ্ছিলেন ফিরোজ মিয়া।
পথে দুপুরে তিনি উপজেলার ভূঁইয়াগাতী নামক স্থানে পৌঁছলে অজ্ঞাত কোনো যানবাহন তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ফিরোজ মিয়া।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com