ধামরাইয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে গড়ে ওঠা তিনটি ইট ভাটার মালিককে এক লক্ষ আশি হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এসময় অর্থদণ্ড প্রদান করে দুটি ইট ভাটা ভেঙে দেয়া হয়েছে এবং অপর একটি ইট ভাটা মালিককে আশি হাজার টাকা অর্থদণ্ড প্রদানসহ তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ধামরাই উপজেলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব ইট ভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। তাই পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।তারই ধারাবাহিকতায় এমবিবি ব্রিকস ও এমডিবিসি ব্রিকসসহ তিনটি ভাটার মালিককে এক লক্ষ আশি হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে।
তিনি আরও বলেন, ধামরাইয়ে অবৈধ কোনও ইটভাটা রাখা হবে না। সকল অবৈধ ইট ভটা বন্ধে ধামরাই উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে ধামরাই থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com